জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারভিত্তিক জুলাই সনদের বাস্তবায়ন এবং ‘জুলাই গণহত্যা’র বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৫ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের প্রধান বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও এনসিপির জেলা সংগঠক ইকরাম হোসেন।
এছাড়াও মিছিলে অংশ নেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এম এ মান্নান, আলমগীর, হোসেন ও শাফায়াত উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারভিত্তিক জুলাই সনদের বাস্তবায়ন এবং ‘জুলাই গণহত্যা’র বিচার দাবিতে গত ১৭ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি।
