জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় বালুর মাঠ থেকে শুরু হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারে সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, যুব বিভাগ সভাপতি মাওলানা আলী কাউসার রণি এবং উপজেলা অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
