ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় কটিয়াদীর আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা এক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌরসভার ভোগপাড়া মহল্লার নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায়ও মামলা রয়েছে।”

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।