ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’-এর নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে নামকরণ করা ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে এখন থেকে এটি পরিচিত হবে ‘ইটনা সরকারি কলেজ’ নামে।

সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ওই প্রজ্ঞাপনে দেশের আরও তিনটি সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২১টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের কথা বলা হয়েছে।

নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে ফেলে নিরপেক্ষ ও ভৌগোলিক ভিত্তিতে নামকরণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ইটনা উপজেলার এই কলেজটি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে নামকরণ করা হয়েছিল। এখন থেকে সেটির নাম হবে শুধু ‘ইটনা সরকারি কলেজ’