ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ রেলওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ মিয়া সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতোমধ্যে তিনি একটি জনশক্তি রফতানি এজেন্সিতে পাসপোর্ট ও টাকা জমা দিয়ে ভিসার অপেক্ষায় ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তার লাশের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে মাদক সেবনের পর তিনি অচেতন বা মাতাল হয়ে পড়েছিলেন। ফলে ট্রেন আসার সময় সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি নির্জন এলাকা এবং সেখানে প্রায়ই মাদকসেবীরা আড্ডা দিয়ে থাকে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, কটিয়াদীর মণ্ডলভোগ এলাকায় ফরিদ মিয়া নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।