ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা। বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনীতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, অফিস সম্পাদক মাওলানা এ,কে, এম সানাউল্লাহ, সদর উপজেলা আমির ক্বারী নজরুল ইসলাম, শহর আমীর মাওলানা আ ম ম আব্দুল হক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই গোপালগঞ্জে এ রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তারা বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দুঃসাহস দেখাচ্ছে।”

তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।