ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

৩৯টি আসনে সীমানা পরিবর্তন, কিশোরগঞ্জের ছয়টি আসনে পরিবর্তন নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পুরনো অবস্থানে অপরিবর্তিত রয়েছে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসন।

বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ আপত্তি জানাতে পারবেন।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত এই খসড়ার ভিত্তিতে দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।