ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কিশোরগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‌্যালি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বুধবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয় এক বিশাল বিজয় র‌্যালি ও আলোচনা সভা।

জেলা, উপজেলা, পৌর এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন উপজেলার থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। “ওয়াসিম, সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

র‌্যালি শেষে জেলা বিএনপি সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-নিপীড়ন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলন অবশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। এই আন্দোলনে অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে, শত শত পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। বক্তারা শহীদদের স্মরণ করে তাদের রক্তের ঋণ শোধে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মিছিল ও সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।