ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এগারসিন্দুরে শুরু হলো বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ অঞ্চলের এগারসিন্দুর ইউনিয়নের বাসিন্দাদের জন্য আজ উদ্বোধন করা হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। আগে এই এলাকার মানুষ জরুরি মুহূর্তে অক্সিজেন প্রয়োজন হলে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় রোগীর অবস্থা সংকটজনক হয়ে যেত।

উদ্বোধনের মাধ্যমে এখন থেকে এগারসিন্দুর ইউনিয়নের মানুষরা জরুরি মুহূর্তে অক্সিজেনের জন্য সহজে সহায়তা পেতে পারবেন।

প্রথম পর্যায়ে এই সেবা চালু করা হয়েছে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মঠখোলা-তে। ভবিষ্যতে আরও কয়েকটি স্থানে সেবা সম্প্রসারণ করা হবে।

জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য নম্বর: নাঈম ইসলাম: +880 1722-424696,  তৌফিকুল ইসলাম রানা: 01744186447  ও মাহবুব: 01791093472