ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে তাড়াইলে জামায়াতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) জেহাদ খান।

বক্তব্যে তিনি বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা জরুরি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে উপজেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।