কিশোরগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। এতে জেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সংগ্রামী সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি। এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি মুনতাছির আহমাদসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় এসেছিল সংস্কার, বিচার ও নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু এখন সংস্কার ও বিচার ছাড়া একটি প্রহসনের নির্বাচন দেওয়ার উদ্যোগ নিচ্ছে, যা মেনে নেওয়া হবে না। বক্তারা ঘোষণা দেন, অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলটি শহরের পুরানথানা, আব্দুল্লাহ চত্বর, আখড়াবাজার, রথকলা ও গৌরাঙ্গবাজার প্রদক্ষিণ শেষে পুরানথানায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।