ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশিবিরের আয়োজনে গুরুদয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রশিবিরি আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

গুরুদয়াল কলেজ শাখার সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।

অনুষ্ঠানে প্রায় ৬০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের উদ্দেশে ক্যারিয়ার পরিকল্পনা ও গাইডলাইন তুলে ধরা হয়।