আওয়ামী লীগ দেশ ছেড়ে পালানোর দিনই জনগণের কাছে নিষিদ্ধ হয়েছে। এখন বিদেশী চাপের মাধ্যমে তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট করে বলেন, “গণহত্যার বিচারের আগে বিদেশী শক্তির চাপে আওয়ামীলীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।”
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন শেষ এসব কথা বলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতার সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ।
তিনি আরও বলেন, প্রয়োজনে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান হবে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে তারা প্রস্তুত।
আবু হানিফ আরও বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপিত হচ্ছে। সরকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে তিনি ধন্যবাদ জানান। তবে আওয়ামীলীগের আমলে পূজার সময় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।
এসময় গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মোহাম্মদ মোস্তফা, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন মিয়া, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।