ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবীদের গাঁজা খেতে বাধা দেওয়ার জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে। নিহত মো. রামেল মিয়া (২১) জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, কয়েকদিন আগে রামেল মিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন না করার পরামর্শ দেন। এরপর থেকে তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। সম্প্রতি রামেল স্থানীয় এলাকায় মাদকসেবীদের গাঁজা খেতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাঁর সঙ্গে মাদকসেবীদের তর্ক ও হুমকির ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামেল মিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা রামেলকে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাতেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।