ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে আসন্ন ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. অভিজিত শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১৩টি উপজেলায় মোট ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৩১ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ১ ডোজ টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভিলেন্স ইম্যুনাইজেশন কর্মকর্তা ডা. আজিজুল হক তানজিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. রুহুল আমীন এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, “টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ—এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্ভয়ে সন্তানদের টিকা দিন। সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা দরকার।”