কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামের উদ্যোগে দুটি এলাকায় নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ–সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ।
কর্মশালায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ–৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, ইটনা উপজেলা শাখার আমির হাফেজ আবুল হোসাইন, অষ্টগ্রাম উপজেলা জামায়তের সেক্রেটারি মঞ্জুরুল হক, সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক তাজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া, ভোটাধিকার ও দায়িত্বশীল অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।