কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও গাছবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজবি আহম্মেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাতিজা অনিক (১৪) গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোসেন্দী-আজলদী গ্রামীণ সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজবি আহম্মেদ পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে একটি কাপড়ের দোকান চালাতেন। আহত অনিক একই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাচা-ভাতিজা মোটরসাইকেলে করে পুলেরঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রিজের উপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাছবোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিজবি। গুরুতর আহত অনিককে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
