কিশোরগঞ্জে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক শহীদদের স্মরণে বিক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের কালীবাড়ি মোড় চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব ওবায়দুল্লাহ উবায়েদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিহং বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, ক্ষুদ্র কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।
এছাড়াও উপস্থিত ছিলেন–কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এমদাদুল হক রাসেল, কটিয়াদি উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল মিয়া, হোসেনপুর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল সালাম, পাকুন্দিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সংগৃহীত ক্ষোভ ও বঞ্চনার বিস্ফোরণ ঘটেছিল এই জুলাই-আগস্টের আন্দোলনে। এক মাস পাঁচ দিনের এই গণঅভ্যুত্থান ছিল সেই সংগ্রামের প্রজ্জ্বলিত আগ্নেয়গিরি। তবে এই লড়াই কোনো স্বল্পকালীন নয়, বরং দীর্ঘ সংগ্রামের ফল।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
