ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

বিজয় ট্রেন চালু রাখার দাবিতে রেল ডিজির সাথে জামায়াত নেতার সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে রেলপথের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

শনিবার (২৭ জুলাই) তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের বিদ্যমান রেললাইন সংস্কার, কিশোরগঞ্জ-সিলেট আন্তঃনগর ট্রেন চালু এবং ভৈরব-ময়মনসিংহ লাইনে নতুন কমিউটার ট্রেন চালুর প্রস্তাব তুলে ধরা হয়।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান শামসুল আলম সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়,  এছাড়া আলোচনায় বিশেষভাবে উঠে আসে বিজয় ট্রেন বন্ধের সিদ্ধান্ত। ২৬ জুলাই একটি পরিপত্রে ট্রেনটি অলাভজনক দেখিয়ে বন্ধ করার যে প্রস্তাব এসেছে, তার বিরোধিতা করেন জেলা আমীর। তিনি ট্রেনটি বন্ধ না করার আহ্বান জানান।

রেল ডিজি মো. আফজাল হোসেন প্রস্তাবগুলোর যৌক্তিকতা স্বীকার করে জেলা আমীরকে আশ্বস্ত করেন যে, “বিজয় ট্রেন কখনোই বন্ধ হবে না”। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের যাত্রীসেবা উন্নয়নে রেল মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ সাক্ষাৎকে ঘিরে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোর সাধারণ যাত্রীরা আশার আলো দেখতে পাচ্ছেন বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।