কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং এমদাদুল হক রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি চত্বরে উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নেতাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ খান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।
