বিএনপির নাম এবং দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করে একটি ভুয়া সংগঠন গঠনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা ও জেলা বিএনপির পরামর্শে কিশোরগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি একযোগে পদত্যাগ করেছে।
গত ৫ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সতর্কতামূলক বিজ্ঞপ্তি এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শকে সম্মান জানিয়ে আজ মঙ্গলভার জেলা প্রজন্ম দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ সকল সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিএনপি ও জিয়াউর রহমানের নাম ব্যবহার করে কিছু ভুয়া সংগঠন গঠন করা হচ্ছে, যা দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত নন এবং ভবিষ্যতেও থাকবেন না বলে স্পষ্টভাবে জানান।
পদত্যাগকারীরা ভুয়া সংগঠনের নামে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসঙ্গে এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে বলা হয়:
“বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।”

 
                     
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                