জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল রানার স্মরণে কিশোরগঞ্জে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদের কবর জিয়ারতের আয়োজন করা হয়।
জেলা আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সদর কর্মপরিষদ সদস্য আবুল খায়ের, ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
জিয়ারত শেষে জামায়াত নেতারা শহীদ সোহেল রানার বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহীদের বৃদ্ধ মা ও পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন। জেলা আমির শহীদ পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
