কিশোরগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।
৫ দফা দাবি এগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।