ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের নগুয়ো এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে দেশগঠনের নেতৃত্বে আসার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ এবং মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা এমন সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।