গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বর গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনে চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।