ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে টিকিট কালোবাজারি আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর এন বি) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গচিহাটা স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে কটিয়াদি থানার গচিহাটা গ্রামের আব্দুস সালাম মিয়ারের ছেলে। অভিযানটি দুপুর ১টা ৫০ মিনিটে পরিচালিত হয়।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আর এন বি-র সদস্যরা গচিহাটা স্টেশনে অভিযান চালিয়ে রিপনকে ট্রেনের টিকিট অবৈধভাবে বিক্রির সময় আটক করেছে।”

আটকের সময় রিপনের হেফাজত থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর সিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। জব্দকৃত টিকিটের মূল্য ১,৫০০ টাকা।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী বলেছে, টিকিট কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।