কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ বছর বয়সী ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পড়াশোনা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক তারেক রহমানের পক্ষ থেকে জিসানের হাতে নগদ অর্থ, বুট, জার্সি ও ফুটবল তুলে দেন।
স্থানীয়রা জানান, প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিসান ফুটবল জাগলিংয়ে আশপাশের সবাইকে তাক লাগাচ্ছে। এক পায়ে টানা দীর্ঘ সময় ফুটবল ধরে রাখা, পিঠে বল রেখে নানা কসরত দেখানোতে সে ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
জিসান জানায়, ছোটবেলা থেকেই মোবাইলে ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রাণিত হয়েছে। নিজের ফুটবল না থাকায় পাশের বাড়ি থেকে ধার করে খেলা শুরু করেছিল। এখন তারেক রহমানের উপহার পেয়ে সে খুশি।
স্থানীয় জনপ্রতিনিধিরাও জিসানের প্রতিভা বিকশিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।