ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে গুরুদয়াল সরকারি কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের ব্যানারে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেন। বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম. মুশতাকুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মেহেদী হাসান এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সম্পাদক প্রফেসর গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় না আনলে আন্দোলন আরও বর্ধিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।