শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারী কলেজ
Avatar
/ ৬১ ভিউ
আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
Exif_JPEG_420

গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি বিদ্যাপিট। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিসহ কলেজটিতে বর্তমানে ১৬টি বিষয়ে অনার্স কোর্স এবং ৬টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ বহু দেশ বরেন্য ব্যাক্তিবর্গ প্রাচীন এই বিদ্যাপিতে শিক্ষাজীবন পার করেছেন।

চলুন জেনে আসি গুরুদয়াল সরকারী কলেজ নিয়ে কিছু তথ্যঃ

১৯৪৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেব ও শিক্ষানুরাগী আইনজীবী জিল্লুর রহমান এর পৃষ্ঠপোষকতায় ‘‘কিশোরগঞ্জ কলেজ’’ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে রাখুয়াইল পাট গবেষণা কেন্দ্রের পাশে সিএন্ডবি এর ডাক বাংলোতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ও ড. ডি. এল. দাস প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে কৈবর্তরাজ গুরুদয়াল সরকার কলেজটির আর্থিক দূর্দশা মেটাতে ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনাশর্তে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন ও এই অর্থ দিয়ে কলেজটির জন্য নিজস্ব জমি ও কলেজ ভবন নির্মিত হয়। তার প্রতি কৃতজ্ঞতা থেকে কলেজটির নতুন নামকরণ হয় ‘‘গুরুদয়াল কলেজ’’। ঐ বছরই কলেজটিতে স্নাতক শ্রেনী কার্যক্রম চালু করা হয়। ১৯৪৮ সালে বিজ্ঞানী সত্যেন বসুর পরামর্শে কলেজটিতে বিজ্ঞান শাখা যুক্ত করা হয়। ড. ডি.এল. দাসের পরে অধ্যক্ষ ওয়াসীমুদ্দিন কলেজটির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৯৮০ সালে কলেজটির সরকারীকরণ করা হয়।

 গুরুদয়াল কলেজের সামনে সন্ধ্যা বেলার কিশোরগঞ্জ লেকসিটি।

 

কলেজ ভবন

কলেজটির উল্লেখযোগ্য দুটি ভবন রয়েছে..

  • রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবন
  • এস.টি হল

রয়েছে ৩টি ছাত্রাবাসঃ

  • ড.এম.ওসমান গণি ছাত্রাবাস।
  • ওয়াসিমুদ্দীন ছাত্রাবাস।
  • রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাত্রাবাস।

সেইসাথে ২টি ছাত্রীনিবাস

  • শেখ হাসিনা হল।
  • বেগম খালেদা জিয়া হল।

কলেজটিতে পাঠ নিয়েছেন দেশবরেন্য উল্ল্যেখযোগ্য কয়েকেজন ব্যাক্তিবর্গঃ

 

গুরুদয়াল কলেজের মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্তম্ভ

সম্পর্কিত
ফেইসবুক পেইজ