শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
হোসেনপুরে আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ
Avatar
/ ৭১ ভিউ
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুর কথা আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষে ঘটনায় একটি মোটরসাইকেল আগুন দেয়ার ঘটনাও ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা রাখা নিয়ে চর বিশ্বনাথপুর ও দ্বিপেশ্বর গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই এলাকাতে উত্তেজনা বিরাজ করছিলো। আজ বুধবার দুপুর থেকে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। এসময় হোসেনপুর বাজার মিষ্টি পট্টি এলাকা রনক্ষেত্রে পরিনত হয়।

হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি মীমাংসা করার জন্য দুই পক্ষের সাথে আলোচনা চলছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, সামান্য ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোন খবর পুলিশের কাছে নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

সম্পর্কিত
ফেইসবুক পেইজ