শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় যুবক গ্রেফতার
Avatar
/ ৮৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে গাড়ী থেকে চাঁদা আদায়ের সময় মো: ফয়সাল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল ১নং ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে।

জানা যায়, ফয়সাল দীর্ঘদিন যাবত বড়পুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করে আসছে। আর এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচল করা অটোরিকশা ও সিএনজি চালকরা একপ্রকার জিম্মি অবস্থায় ছিল। বড়পুল এলাকায় পৌঁছা মাত্র ফয়সালের থাবা থেকে কেউ রক্ষা পাইনি। গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা চাঁদা নিয়ে থাকে ফয়সাল। তার এমন চাঁদা তোলার প্রতিবাদ করতে ভয় পেত স্থানীয়রা।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, অভিযোগ ছিল ফয়সাল দীর্ঘদিন যাবত বড়পুল এলাকায় বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানার পর গতকাল বিকেলে বড়পুল এলাকায় চাঁদা তুলা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ