বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত
এসকে রাসেল
/ ৭০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বা শি স), কিশোরগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাতিত্ব করেন সমিতির কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং কিশোরগঞ্জ জেলার সভাপতি মিসেস রাবেয়া আক্তার খাতুন। সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কে ফজলুর হক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের উপর ঘটে যাওয়া নিপীড়ন ও অত্যাচারের কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোকারম হোসেন শোকরানা, জেলা কমিটির সহ সভাপতি ও কুলিয়ারচর বীরকাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। গোজাদিয়া আঃ হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটির সহ সভাপতি আঃ হামিদ ফকির। সহ সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহঃ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তাড়াইল বানাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, জেলা কমিটির সদস্য ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।
আরও বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা কমিটির সভাপতি হরিপদ দাস নান্টু, সাধান সম্পাদক শাহিনুল আলম। নিকলী উপজেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন। কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুসরাত পারভীন, শিক্ষক নেতা মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহসভাপতি মোঃ হুমায়ুন কবীর, হোসেনপুর উপজেলা সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আফাজুর রহমান প্রমূখ।
বক্তাগন বিগত আন্দোলনে শহীদ ছাত্র জনতার অবদানকে স্মরণ করেন এবং তাদের হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতাগনের বিচার দাবী করেন। সেই সাথে আহত ছাত্রদের সুচিকিৎসার জোর দাবী জানান।

সভায় সিদ্ধান্ত হয় কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে জেলা ও উপজেলা কমিটিগুলো পূনর্গঠন করা হবে। সেই সাথে সময়ের পরীক্ষিত শিক্ষকগনকে নেতৃত্বে আনা হবে। সভা শেষে শহীদ ছাত্রদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক নেতা জেলা কমিটির অর্থ সম্পাদক মাওলানা এ বি এম সাইফুল ইসলাম।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ