শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
কটিয়াদী স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নেওয়ার দাবিতে মানববন্ধন
Avatar
/ ৬৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের উপর হামলা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানব বন্ধন

এ সময় বক্তারা বলেন, কটিয়াদী উপজেলার গুরু বাহিনীর প্রধান সুজনের নেতৃত্বে ১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পথ আটকিয়ে নয়নের উপর এ হামলা চালানো হয়। এসময় নয়নের শরীরে কুপিয়ে রক্তাক্ত জখম রকম করা হয় একই সাথে নয়নের দুই হাতে কব্জি বিচ্ছন্ন করা হয়। বর্তমানে নয়ন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হলে পুলিশ সকল আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরন করে। আদালত ৪ জনের জামিন মঞ্জর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন। মামলাটি দ্রুত বিচারে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাব।

মানববন্ধনে ভুক্তভোগী নয়নের বাবা সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মিয়া, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগলুল হোসেন, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাসেল কবির উপস্থিত ছিলেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ