শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
অষ্টগ্রাম হাওরে কৃষক ও জেলেদের নিরাপত্তায় শেল্টার সেন্টার স্থাপন
Avatar
/ ৫৮ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অষ্টগ্রাম বড় হাওরের ধুপাবিল এলাকায় কৃষক ও জেলেদের জন্য শেল্টার সেন্টার নির্মাণ করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে নির্মিত ‘কৃষক ও জেলেদের জন্য শেল্টার সেন্টারটর উদ্ভোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

জানা গেছে, হাওরাঞ্চলে প্রতি বছর বজ্রপাত ও বর্ষাকালে নৌ-দুর্ঘটনায় প্রাণ হারায় অনেক মানুষ। বিস্তৃর্ণ হাওরে প্রাকৃতিক দুর্যোগকালে নিরাপদ আশ্রয় খুঁজেন কৃষক ও জেলেরা।

হাওরাঞ্চলে ৫ থেকে ৬ কিলোমিটার দুরত্বে আরও শেল্টার সেন্টার’ স্থাপনের দাবি কৃষকদের।

অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, হাওরে কৃষক ও জেলেদের নিরাপত্তায় শেল্টার সেন্টার’ স্থাপনের দাবি ছিলে দীর্ঘদিনের। প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে দ্বিতল উচু এই সেন্টারটি নির্মাণ করা হয়েছে। সেন্টারটি চালু হওয়ায় হাওরে এখন বজ্রপাত ও নৌ-দুর্ঘটনায় প্রাণহানি কমে আসবে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ