শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
অষ্টগ্রাম ব্লাড ব্যাংক এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তোফায়েল আহমেদ
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে “অষ্টগ্রাম ব্লাড ব্যাংক” এর ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ জুন) সকালে অষ্টগ্রাম উপজেলা রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের এই আয়োজন করা হয়।

অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ কমল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এফ মাসুক নাজিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, এড. বিপ্লব হায়দারি সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অষ্টগ্রাম ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসেন আশরাফী।

রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগান কে সামনে নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালে যাত্রা শুরু করে অষ্টগ্রাম ব্লাড ব্যাংক। অষ্টগ্রাম ব্লাড ব্যাংক এর তথ্য মতে ইতিমধ্যে ৩ হাজার ৪১৪ জন মুমুর্ষ রোগীকে বিনামূল্যে রক্ত দিয়েছে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ