শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
বাজিতপুর ও অষ্টগ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও বাজিতপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে অষ্টগ্রাম উপজেলার দেওঘর এবং বাজিতপুর উপজেলার হিলচিয়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন: অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর এলাকার জামাল মিয়ার ছেলে আসাদুল হক (৪৫) এবং বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে বালিগাঁও গ্রামের মৃত ইসাক মিয়ার ছেলে আব্দুল কাদের (৫৫)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ও বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে জেলার অষ্টগ্রাম উপজেলায় দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর এলাকার আসাদুল হক হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার দুই ঘণ্টা পর আত্মীয়-স্বজন তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে, এদিন দুপুর দেড়টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে বালিগাঁও এলাকার নিতার বিলে মাছ ধরতে যান আব্দুল কাদের। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ