রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
অটো মিশুক মালিক সমিতির অনুমোদন দিলেন বিএনপি’র সভাপতি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে অটো মিশুক মালিক সমিতির অনুমোদন দিলেন উপজেলা বিএনপি’র সভাপতি। ঘটনাটি জেলার অষ্টগ্রাম উপজেলার। ইতোমধ্যে এ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনটি’র অনুমোদন দেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন সভাপতি সাঈদ আহমেদ।

জানা যায়, অষ্টগ্রাম উপজেলায় ব্যাটারিচালিত অটো মিশুক মালিক সমিতি নামে একটি সংগঠন তৈরী করা হয়েছে। সংগঠনের প্যাডে ২১ সদস্য বিশিষ্ট কমিটি রবিবার (২৭ অক্টোবর) অনুমোদিত লিখে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদ। যেখানে তার স্বাক্ষরও রয়েছে। কমিটিতে মোঃ সজু মিয়াকে সভাপতি ও মোঃ মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে মোঃ তোয়াব প্রধান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান আকাশ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন বাবু, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান আশরাফিকে রাখা হয়েছে।

কমিটির অনুমোদন বিষয়ে মুঠোফোনে সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদ আমাদের কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির মেয়াদের কোন উল্লেখ না থাকলেও পাঁচ বছর মেয়াদ তো থাকবেই। আমাদের অষ্টগ্রামে প্রায় ২ হাজার অটো মিশুক চলাচল করে। প্রতিদিন অষ্টগ্রাম উপজেলা থেকে মিঠামইন উপজেলাসহ বিভিন্ন সড়কে এই গাড়ী গুলো চলাচল করে থাকে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে আমরা কমিটি করে তার কাছে (সাঈদ আহমেদ) গিয়েছি এরপর তিনি অনুমোদন করে দিয়েছেন। সমিতির অনুমোদন দেওয়ার ব্যাপারে তার কোন এখতিয়ার না থাকলেও উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছেন। অনুমোদন দেওয়ার পর আমাদের অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন। সমিতির মূল উদ্দেশ্য হলো, রাজনৈতিক আশ্রয়ে থাকলে আমরা একটু সুবিধা বোধ করি। আমাদের আপদ-বিপদ আসলে সহযোগিতা করা। ধরেন, একটা দুর্ঘটনা ঘটলে যেন কোন মামলা না হয়। এছাড়াও আমাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছেন। অটো মিশুক গুলো অষ্টগ্রাম থেকে চাতল পাড় ঘাট, দিঘীরপাড় ঘাট, ইকোরদিয়া, ইটনা, মিঠামইন পর্যন্ত চলাচল করে থাকে।

অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদ বলেন, ওই কমিটির আমি অনুমোদন দিয়েছি। আমাদের নিজেদের লোকজন যারা অটো মিশুক চালায় তারা সকলে মিলে একটা সংগঠন করেছে। বিএনপি’র সভাপতি হিসেবে আমার কাছে অনুমোদন চেয়েছে আমি দিয়েছি। এই সংগঠনকে আপনি অনুমোদন দিতে পারেন কি? এমন প্রশ্নে তিনি বলেন, অটো মিশুক মালিক সমিতির যে সংগঠন এইটা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সংগঠন ও কমিটির প্রতি বিএনপি’র সমর্থন রয়েছে। আমরা যতটুকু পারি সহযোগিতা করবো। মালিকরা যদি কখনও কোন সমস্যার সম্মুখিন হয় তাদের সহায়তা করা হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের সংগঠনের এমন কোন নিয়মও নেই। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি’র সভাপতির সাথে কথা বলব।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ