বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার
Avatar
আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনী হাতে দেশীয় অস্ত্রসহ উপজেলার মৃগা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সবু শেখ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মৃগা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ইটনা উপজেলার মৃগা বাজারে বিএনপির এক জনসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল নেতা সবু শেখ এবং বিএনপি নেতা তানু মিয়া ও সাদ্দাম এর সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দুই পক্ষকে থামিয়ে পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করার নির্দেশনা দিয়ে যান।

নেতাকর্মীরা চলে যাওয়ার পর পূর্বের নির্দেশনা না মেনে সবু শেখ এর গোষ্ঠীর লোকজন লাঠিসোটা নিয়ে মৃগা বাজারের একটি দোকানে হামলা চালায়। এতে বিএনপি নেতা তানু মিয়ার অনুসারী মৃত লোকমান মিয়ার ছেলে শালেক মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের লোকজন দলবল ও দেশীয় অস্ত্রসহ নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ জনগণের জান-মাল রক্ষার্থে ইটনা উপজেলার আর্মি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আজমাইন আবরারের নেতৃত্বে একটি টহল দল এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ঘণ্টাখানেক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেনাসদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ যুবদল নেতা সবু শেখকে গ্রেফতার করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ