রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
অষ্টগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা
মোজাহিদ সরকার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ড্রেজার মেশিন মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার আব্দুল্লাহপুরের নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন মালিককে এ জরিমানা করা হয়।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ড্রেজার মেশিন মালিক আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত আমির উদ্দিন এর ছেলে ইকবাল মিয়াকে দেড় লক্ষ টাকা জরিমানা করেন।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আ. হক প্রমুখ।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান এইসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ