ভ্রাতৃত্ববোধ ও সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে রুপান্তরের তারুণ্য এর সেচ্ছাসেবীরা।শুক্রবার (৫ এপ্রিল) গুরুদয়াল সরকারি কলেজ এর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ গণ-ইফতারের আয়োজন করা হয়।
রুপান্তরের তারুণ্যের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় দেড় শতাধিক সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সেচ্ছাসেবীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন। এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয় মুক্তমঞ্চের বকুলতলা প্রাঙ্গণ ।এরপর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতার শুরু করেন।
সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা জানান, এ রকম সুন্দর একটি আয়োজনের জন্যই অপেক্ষা করছিলাম। সবাই মিলে একসঙ্গে ইফতার করে অন্যরকম আনন্দ লাগলো।
গণ-ইফতারির আয়োজক সংগঠনের সদস্য আবুসামা বলেন, রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে ও ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি। এতো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা খুবই খুশি। সবার মাঝে রমজানের মাহাত্ম্য ও শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
এসময় বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।