কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিন চরপুক্ষিয়া (বেপারী বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন দক্ষিন চরপুক্ষিয়া(বেপারী বাড়ি) গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পরে আফজাল হোসেন বাড়ির পাশে কাজীর বাজার নামে বাজারটিতে বসে ছিলো। প্রস্রাব করার জন্য পাশেই একটি ঝোপের কাছে গেলে সেখানে তাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার বিষয়টি তাৎক্ষণিক টের না পেলেও পরবর্তীতে বিষক্রিয়া বাড়তে থাকে৷ সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর কবিরাজের মাধ্যমে বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকে। পরে রাত ২ টার দিকে বিষক্রিয়া বেড়ে গেলে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভোর সাড়ে চারটার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম ফকির খোকন সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।