শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
নিকলীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন
আশরাফুল ইসলাম রাজন, নিকলী প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ উদযাপন হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, ওসি মো. শাহাদাত হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডাঃতানজিল নাইম, নিকলী সরকারি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক খাইরুল আলম।

এছাড়াও হো‌টেল রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি, দোকান মা‌লিক স‌মি‌তি, এল‌পি‌জি গ‌্যাস ব‌্যবসায়ী স‌মি‌তি, ফি‌লিং স্টেশন মা‌লিক সমি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তিসহ বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি, যুব ও‌য়েল‌ফেয়ার এ‌সো‌সি‌য়েশ‌নের সদস‌্যবৃন্দ, এন‌জিও প্রতি‌নি‌ধি, সাংবা‌দিক, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি ও ভোক্তা সাধারণ স‌ক্রিয়ভা‌বে অংশগ্রহণ ক‌রে তা‌দের মতামত ব‌্যক্ত ক‌রেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দূর্গা রানী সাহা।

আলোচনা সভায় নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার তার বক্তব্যে বলেন, রমজা‌নে প‌ণ্যের সরবরা‌হে কোন ঘাট‌তি হ‌বে না ব‌লে নিশ্চয়তা প্রদান ক‌রেন। রমজান‌ের ভিতর বাজার ম‌নিট‌রিং জোরদার করা হ‌বে উ‌ল্লেখ ক‌রে তি‌নি সকল‌কে সজাগ থাকার আহ্বান জানান।তি‌নি জানান, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর প্রয়োগ ক্ষেত্র ব‌্যাপক। নি‌জে‌দের কল‌্যা‌ণের স্বা‌র্থে যুগান্তকারী আইন‌টি বাস্তবায়‌নে তি‌নি সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ