শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
নিকলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা
আশরাফুল ইসলাম রাজন, নিকলী প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) ২০২৪ ইং দুপুর ১২টায় নিকলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এনডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নিকলী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, নিকলী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লাইভস্টক এক্সটেনসন অফিসার ডা. মো. আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি,প্রীতিলতা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ এর সদস্য সচিব ডা. মোহাম্মদ আবু হানিফ, উপজেলা মৎস অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. কে.এম তানজির নাঈম, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার মো. রুস্তম আলী,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাঠ সহকারী মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাঠ সহকারী মো. ফারুক মিয়াসহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত খামারিরা।

অনুষ্ঠান শেষে খামারিদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ