শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বিজয়ী হলেন যারা
তোফায়েল আহমেদ
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার (২১ মে) জেলার কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।

ভোটগ্রহনের পরই শুরু হয় ভোটগননা। ভোট গণনা শেষে কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৪ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৫৩ ভোট। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বদরুল আলম নাঈম ও মহিলা ভােইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সাথী বেগম ৩৮ হাজার ৭৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে জেলার নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকাররম সর্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়্যারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ২২ হাজার ৫৬৪ ভোট পেয়ে মোঃ তাহের আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে জেসমিন আরা বিউটি বিজয়ী হয়েছেন।

এছাড়াও অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন অপর প্রার্থী শহীদুল ইসলাম জেমস। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ২১ হাজার ৪৪ ভোট পেয়ে আল-আমিন সরকার ও মহিলা ভােইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ২৫ হাজার ১৭৬ ভোট পেয়ে শেলী আক্তার বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ