শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
আমি এস্টাবলিশ হয়ে নেতৃত্বে এসেছি, নেওয়ার কিছুই নাই : চেয়ারম্যান প্রার্থী মকবুল
নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটের যে বেহাল অবস্থা এগুলো আমি সুন্দর করতে চাই। পাকুন্দিয়া উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। আর এই মডেল উপজেলা গড়তে হলে আমি আমার মন থেকে যে-সব পরিকল্পনা নিয়েছি, কারণ আমি দেওয়ার এসেছি। নেওয়া জন্য আসি নাই। মানুষ হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান হয় বা নেতা হয়, মন্ত্রী হয়, এমপি হয় যাই হওক। আমি কিন্তু এস্টাবলিশ হয়ে নেতৃত্বে আসছি। আমার নেওয়া কিছুই নাই। দেওয়ার জন্যই পাকুন্দিয়াতে এসেছি ইনশাআল্লাহ।

কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদে কই মাছ প্রতীকের প্রার্থী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মকবুল হোসেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচেন লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। প্রচার-প্রচারনায় কোনো বাধাবিঘ্ন নাই। আমি একটা ব্যপারে খুবই শংকিত। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন নিয়ে আমার ভয় আছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়নটি অত্যন্ত জুঁকিপূর্ণ এবং ডাবল জুঁকিপূর্ণ।

কই মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. মকবুল হোসেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মাননীয় সংসদ নির্দিষ্ট একজন প্রার্থীর পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। এটা আমরা শুনেছি এবং মানুষের বলাবলি করতেছে। যাকে উনি সমর্থন দিয়েছেন তিনি এমদাদুল হক জুটন (আনারস প্রাতীক) একজন বিএনপি মনা প্রার্থী, তিনি বিএনপি’র সমর্থক, তিনি বিএনপি পন্থী।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ