বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন হাফিজুল্লাহ হিরা। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
এ বছর মার্চ মাসের শুরুর দিকে সাত সদস্য নিয়ে ঘোষিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়। শনিবার বর্ধিত কমিটিতে যোগ করা হয়েছে ২৫৩ জনকে। মোট ২৬০ সদস্য নিয়ে গঠিত কমিটিতে ৪১ সহসভাপতির মধ্যে হিরা একজন। এর আগে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলমান সরকার-বিরোধী আন্দোলনে দলের হয়ে রাজপথে রয়েছেন এই ছাত্রনেতা।
হাফিজুল্লাহ হিরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার সন্তান। জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় থেকে রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়েন। সেখানে কলেজ শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এক-এগারোর সঙ্কট সময় থেকে শুরু করে বর্তমান আন্দোলনে সাহসিকতার দৃষ্টান্ত রেখেছেন হিরা। বেশ কয়েকবার কারাগারেও যেতে হয়েছে তাকে।