রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতিে তদন্ত কমিটি গঠন
Avatar
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের চিনি চোরাচালান কাণ্ড ও তার নামে পর্নোগ্রাফি আইনে মামলাসহ উদ্ভূত পরিস্থিতি তদন্তে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৬ জুন) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, কিশোরগঞ্জ জেলা শাখায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে নিম্নোক্ত তদন্ত কমিটি গঠন করা হলো এবং কমিটিকে আগামী ১০ (দশ) দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।

তদন্ত কমিটির ২ জন সদস্য হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ সোহান ও যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল দাস।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যের জেলা কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

কমিটিতে আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি, ফয়েজ ওমান খান সাধারণ সম্পাদক ও লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ