বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন আগামীকাল
Avatar
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এ রুকন সম্মেলন কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ ও সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশের সকল রুকনদের একসাথে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু কার্যাক্রম থেমে থাকেনি। গ্রুপ গ্রুপ করে স্মমেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবারে বড় পরিসরে জেলার সব রুকনদের নিয়ে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে নতুন আমির নির্বাচিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ