শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার থেকে তাড়াইলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে বিল্লাল হোসেন (৩৫) নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  (১২জুন)রাত সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার জেলার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিল্লাল হোসেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর (সিকদার পাড়া) গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে।

তাড়াইল থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর (সিকদার পাড়া) গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে বিল্লাল হোসেনের নামে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারা অনুযায়ী ২০১৮ সালে একটি মামলা হয়। যাহার নম্বর
০৩(০৪)১৮ ইং জিআর নং৬৯(২)১৮।পরবর্তীতে মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত বিল্লাল হোসেনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশের অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার জেলার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামি বিল্লাল হোসেনকে তাড়াইল থানায় নিয়ে আসে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ