শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
হাওরে বঙ্গবন্ধু ধান বা ব্রি ধান-১০০ চাষীদের জন্য কৃষি বিভাগের জরুরী বার্তা
এসকে রাসেল
/ ২৩০ ভিউ
আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৪৭ পূর্বাহ্ন

ইটনা থেকে মোজাহিদ সরকার‌‌‌: কিশোরগঞ্জের হাওরে বঙ্গবন্ধু ধান বা ব্রি ধান ১০০ চাষীদের জন্য জরুরী বার্তা দিয়েছে কৃষি বিভাগ।

ইটনা উপজেলা কৃষি অধিদপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে এই জরুরি বার্তা দেওয়া হয়েছে।

বার্তা সূত্রে জানা যায়, যে সকল কৃষক বঙ্গবন্ধু ধান বা ব্রি ধান-১০০ চাষ করেছে, একটু বেশী বয়সের চারা রোপন বা ঠান্ডা শৈত্য প্রবাহ জনিত কারনে গাছের বৃদ্ধি ঠিকমত না হওয়ার পূর্বেই প্রধান কুশিতে থোড় আসা শুরু হয়েছে।

সেক্ষেত্রে ধান গবেষণার গবেষকদের পরামর্শ অনুযায়ী বিঘা প্রতি ৫ কেজি পটাশ, ৩ কেজি জিপসাম এবং ইউরিয়া যা দেওয়ার কথা তার সাথে আরও ২০% বেশী উপরি প্রয়োগ এখনই করতে বলা হচ্ছে।

ইটনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল সাহা এইসব তথ্য নিশ্চিত করে জানান, প্রয়োজনে কৃষি অফিস অথবা সংশ্লিষ্ট ব্লকের কৃষি উপ-সহকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্পর্কিত
ফেইসবুক পেইজ